হজ্বে গমনেচ্ছু সম্মানিত হজ্ব যাত্রীদের খেদমতে "গ্রীণ বাংলা হজ্ব গ্রুপ” নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে।
* অভিজ্ঞ আলেম কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা ও হজ্বের দোয়া ও মাসায়েল শিক্ষার জন্য বই প্রদান করা ।
* ভিসা, টিকেট, ট্রাভেল ট্রাক্স, ইমিগ্রেশন ফি, মুয়াল্লেম ফি প্রদান করে হজ্ব সফরের পূর্ণ প্রস্তুতি প্রদান করা।
• পবিত্র মক্কা ও মদীনায় উন্নতমানের (এসি বাড়ী) অগ্রীম বাড়ী ভাড়া করা যাতে প্রত্যেক হাজী পাঁচ ওয়াক্ত নামাজসহ তাহাজ্জুদ নামাজ হারাম শরীফে আদায় করতে পারেন।
* দেশীয় বাচুর্চি দ্বারা রান্না করে রুচিসম্মত খাবার পরিবেশন করা এবং এসি গাড়ীতে যাতায়াতের ব্যবস্থা করা।
* হাজী সাহেবদের সু-চিকিৎসা প্রদানের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং দেশে ফেরত আসার রি-কনফার্ম টিকেট করা। * মিনাতে প্রচন্ড গরম, তাই সেখানে এয়ার কন্ডিশন তাবুতে থাকার ব্যবস্থা গ্রহণ করা এবং মহিলাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা করা ।
* মিনায়, আরাফায়, মুজদালিফায় থাকাকালীন সময়ে হাজী সাহেবদেরকে খাবার/ড্রাই ফুড এবং ফল সরবরাহ করা।
* অভিজ্ঞ হজ্ব গাইডের তত্ত্বাবধানে পবিত্র মক্কা ও মদীনা শরীফের ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারতের ব্যবস্থা করা ।
* মুয়ল্লিম কার্ড ও মিনায় থাকার জন্য তাঁবু কার্ডের ব্যবস্থা এবং সৌদি নিয়ম মোতাবেক আরাফাহ্ ময়দান, মুজদালিফা, মিনা, মদিনা শরীফে এবং জেদ্দায় যাওয়ার ব্যবস্থা করা ।
* ওমরাহ্ পালনে সহযোগিতা করা, বদলী হজ্ব করার ব্যবস্থা করা এবং হাজী সাহেবদের ইচ্ছানুযায়ী দম ও কোরবানীর ব্যবস্থা করা
* মহিলা হজ্বযাত্রীদের জন্য মহিলা মোবাল্লেগ দ্বারা বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা। সর্বোপরি আমাদের ওলামায়ে কেরামগণের দ্বারা গঠিত বিচক্ষণ ব্যক্তির সমন্বয়ে সঠিক বোর্ড সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন এবং নিখুঁতভাবে পবিত্র হজ্বের কার্য সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন ।