সম্মানিত ওমরাহ্ যাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রতিটি ধর্মপ্রাণ মুমিনের অন্তরে একান্ত বাসনা জীবন সায়াহ্নের পূর্বে অন্তত একটি বার হলেও মহান আল্লাহর ঘর বায়তুল্লাহ ও প্রিয় নবীজির রওজা জিয়ারত ও হজ্জ সমাপন করা। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের গ্রীণ বাংলা এয়ার ইন্টারন্যাশনাল প্যাকেজ পরিচালনায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে ওমরাহ্ / হাজীদের খেদমত করে আসছে। বিগত বছরের ন্যায় এই বছরেও ইনশাআল্লাহ আমরা বে-সরকারী ব্যবস্থাপনায় দীর্ঘ ১০ (দশ) বছর হজ্জ কার্যক্রমে অভিজ্ঞ মোয়াল্লিম, বিশিষ্ট আলেমেদ্বীন দ্বারা হজ্জ যাত্রীগণকে সঠিক হজ্জ পালনে ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি।